Tuesday, December 24, 2024
No menu items!
spot_img
Homeএকুয়ারঙিন মাছ চাষে সফল অনিক, মাসে আয় ৩০ হাজার!

রঙিন মাছ চাষে সফল অনিক, মাসে আয় ৩০ হাজার!

রঙিন মাছ চাষে সফল মাদারীপুর পৌর শহরের ১ নং ওয়ার্ডের সরদার কলোনির বাসিন্দা অনিকুর রহমান অনিক। বর্তমানে এই রঙিন মাছ চাষ করে মাসে ২০-৩০ হাজার টাকা আয় করছেন তিনি। তার এমন সাফল্যে এখন এলাকার অনেকেই রঙিন মাছ চাষে আগ্রহী হচ্ছেন।

জানা যায়, বাড়ির আঙিনায় ও পুকুরের জলাশয়ে অপচনশীল সুতা দিয়ে তৈরী প্লাস্টিকের ড্রামে মাছ চাষ করছেন অনিক। প্রতিটি খাঁচার গভীরতা ৩ ফুট, প্রস্থ ৫ ও দৈর্ঘ্য ৮ ফুট। সবগুলো খাঁচাতে রয়েছে আলাদা প্রজাতির মাছ। বর্তমানে ছোট-বড় ৩০টি চৌবাচ্চা ও রিংয়ে বিভিন্ন জাতের প্রায় ১০ হাজার মাছ রয়েছে। এর মধ্যে মারবেল মলি, হোয়াইট মলি, ব্লাক মলি, প্লাটি, সোর্ড টেইল, ঘাপটি, পমেট, কৈ কার্প, এঞ্জেল, টাইগার ফিস, শার্ক অন্যতম।

খন্দকার অনিকুর রহমান অনিক বলেন, ৫০ হাজার টাকা খরচে বিভিন্ন প্রজাতির মাছের পোনার মাধ্যমে মাছ চাষ শুরু করি। পরবর্তীতে ২৫ হাজার টাকার মাছ বিক্রি করি। লাভ হওয়ায় ১২ শতাংশ জায়গায় ও বাড়ির ছাদ মিলে ১৯ টি ট্যাংক তৈরী করে এর চাষ আরো বড় করি। বর্তমানে আমার এখান থেকে ২০-৩০ হাজার টাকা আয় হয়।

অনার্স পড়ুয়া শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, আমি অনিকের কাছ থেকে মাছ কিনে নিয়ে চাষ শুরু করেছি। পাশাপাশি তিনি আমাকে রঙিন মাছ চাষের পদ্ধতি ও পরামর্শ দিচ্ছেন। চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে কিছু করলে সেখানে সফল হওয়া সম্ভব বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ মাছ চাষে লাখ টাকা আয় করেন জাহাঙ্গীর!

মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদার বলেন, রঙিন মাছের চাষ অনেকটা শখের বশেই অনেকে করে। তবে এটাকে বাণিজ্যিকভাবে নিয়ে আয় করা খুবই প্রশংসনীয়। আমরা রঙিন মাছ চাষিদের সব ধরনের সুবিধা ও সহযোগীতা করবো।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ