রংপুরের বাজার গুলোতে বেড়েছে ডিম ও ব্রয়লারের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি হালিতে ডিমের দাম বেড়েছে ৪-৬ টাকা। এছাড়াও প্রায় সব ধরনের মুরগিতে কেজিপ্রতি দাম বেড়েছে ২০-৩০ টাকা টাকা। এতে করে অস্বস্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা।
রংপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা দরে। অথচ গত সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৫০-১৫৫ টাকায়। এ সপ্তাহে পাকিস্তানি মুরগি ২৪০-২৫০ টাকা থেকে বেড়ে ২৭০-২৮০ টাকা, দেশি মুরগি ৪১০-৪২০ টাকার জায়গায় ৪৪০-৪৫০ টাকা এবং পাকিস্তানি লেয়ার ২৪০-২৫০ টাকা থেকে বেড়ে ২৭০-২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগির ডিমের হালিতে ৪-৬ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪২-৪৪ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৩৮-৪০ টাকা। তবে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২৫ টাকায়।
সিও কাঁচাবাজার এলাকার ক্রেতা আজিজুল বলেন, আমি ভেবেছিলাম শীতে মুরগির দাম কমবে। কিন্তু দাম কমার পরিবর্তে গত সপ্তাহের তুলনায় দাম আরও বেড়েছে। শুধু মুরগিই নয় চড়া দামে বিক্রি হচ্ছে সবজিও। আমি আজকে চাল কুমড়া প্রতিটি ৫০ টাকায় কিনেছি, সাথে পাতাকপি, ফুলকপি, লাউ ৪০ থেকে ৭০ টাকায় কিনতে হচ্ছে।
সূত্রঃআধুনিক কৃষি খামার
খুচরা বাজারে ব্রয়লার ১৮০, ডিমের হালি ৪৪
RELATED ARTICLES