Monday, December 23, 2024
No menu items!
spot_img
Homeএকুয়াকাঁকড়া-কুঁচিয়া রফতানিতে নগদ সহায়তা দিবে সরকার

কাঁকড়া-কুঁচিয়া রফতানিতে নগদ সহায়তা দিবে সরকার

কাঁকড়া-কুঁচিয়া রফতানিতে ১০ শতাংশ নগদ সহায়তা দিবে সরকার। শুধুমাত্র কাঁকড়া কিংবা কুচিয়াই নয় হিমায়িত চিংড়ি সহ অন্যান্য মাছ ও মৎস্যজাতীয় পণ্যের ক্ষেত্রেও নগদ সহায়তা মিলবে। এ সংক্রান্ত একটি নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হিমায়িত ও সফটসেল কাঁকড়া রফতানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে এখন থেকে বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিবর্তে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন সনদপত্র দাখিল করতে হবে। একইভাবে কুঁচে ও কাঁকড়া (জীবন্ত) রফতানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন সনদপত্র দাখিলের শর্ত বহাল থাকবে।

নগদ সহায়তা পেতে রফতানিকারকদের ওই দুই সংগঠনের সনদপত্রের সঙ্গে আবেদনকারীর নাম, ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ইআরসি) নম্বর ও ঠিকানা, বিদেশি ক্রেতার নাম-ঠিকানা, বিদেশি ক্রেতার ব্যাংকের নাম ও ঠিকানা, ইনভয়েস নম্বর ও ইনভয়েসে উল্লিখিত পণ্যের পরিমাণ লিখতে হবে। আবেদনে কোনও ঘষামাজা বা সংশোধন করা হলে সেটি বাতিল বলে গণ্য হবে।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ