পঞ্চগড়ের বনগ্রাম ইউনিয়নের ছেতনাইপাড়ায় চলতি মৌসুমে জনপ্রিয়তা পাচ্ছে গম চাষ। গমের ফলন ও দাম ভালো পাওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে গম চাষির সংখ্যা। যার কারণে চলতি মৌসুমে এই উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে গমের চাষ হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ২৯৫০ হেক্টর জমিতে যা বিগত সময়ের তুলনায় দ্বিগুন। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে গম চাষের বাম্পার ফলন আশা করছেন এ উপজেলার কৃষকরা। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কম বেশী সব এলাকাতে গমের আবাদ হয়েছে।
ছেতনাইপাড়া গ্রামের গম চাষী ওসমান গণী বলেন, বিগত বছরের মত আমি এবারও গম চাষ করছি। গমের বাজার মুল্য ভাল হওয়ায় এবছরেও গম চাষ করছি।
উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ জানান, গত বছর বাজারে গমের চাহিদা ও দাম ভালো পাওয়ায় চলতি মৌসুমে কোনো কোনো কৃষক কৃষি অফিসের প্রশিক্ষন নিয়ে ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে দ্বিগুন পরিমাণ জমিতে গমের চাষ করেছেন। চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকলে গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
সূত্র: আধুনিক কৃষি খামার
গমের বাম্পার ফলনের সম্ভাবনায় খুশি পঞ্চগড়ের চাষিরা!
RELATED ARTICLES