Monday, December 23, 2024
No menu items!
spot_img
Homeএগ্রোমুগ ডালে স্বপ্ন দেখছেন চাষিরা

মুগ ডালে স্বপ্ন দেখছেন চাষিরা

মাহমুদুর রহমান রনি, বরগুনা: ধান, মুগডাল , আলু , সূর্যমুখী, শাক-সব্জির মত কৃষি পণ্যই কৃষকের অবলম্বন, কৃষকের প্রাণ, কৃষকের আশা, কৃষকের স্বপ্ন। কত যে স্বপ্নে জালবোনা সে মনে তা শুধু কৃষকই জানে পাথরঘাটা উপজেলার ১২ হাজার ৪১০ হেক্টর জমিতে ৩০ হাজার ১০৫ জন কৃষকের স্বপ্ন দুলছে । চারদিকে এ এক নয়নাভিরাম দৃশ্য। পাকতে ধরেছে তাদের বুনানো স্বপ্নে।

উপজেলা কৃষি অফিসে তথ্য অনুসারে, উপজেলার ৭ টি ইউনিয়ন ১টি পৌরসভায় ডাল চাষের লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ৫২০ হেক্টর। ডাল চাষ লাভজনক হওয়ায় এ বছর ডাল চাষ হয়েছে ১২ হাজার ৪১০ হেক্টর জমিতে।এবছর আবহাওয়া ফসলের অনুকূলে থাকায় মুগ ডালের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ হাজার ১২ মেট্রিক টন। বর্তমান বাজারে কৃষক প্রতি মেট্রিক টন ডাল বিক্রি করছে ৭০ হাজার টাকা । এবছর উৎপাদিত ডালের মূল্য ধরা হয়েছে ১৩০ কোটি টাকার অধিক । তাই কৃষক মুগডাল সংগ্রহ ব্যস্ত সময় কাটাচ্ছে।

কালমেঘা ইউনিয়নের মুখ ডাল চাষী লতিফ মিয়া বলেন , আমরা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করি। আমাদের সকল আনন্দ উৎসব কৃষি জমির ফসল বিক্রি করে হয়। যে বছর জমিতে ফসল ভালো হয় সে বছর দিন ভালো কাটে আর যে বছর ফসল ভালো না হয় সে বছর আমাদের অভাব-অনটনে কাটে। এবছর মুগ ডাল বিক্রি করে আমরা নগদ টাকা পাচ্ছি ।

পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রারণ কর্মকর্তা মোসা: ফারজানা তাসমিন বলেন , মুগ ডাল একটি লাভজনক ফসল। মুগ ডাল চাষের জমিতে পরবর্তী সময়ে আমন চাষ করার জন্য ইউরিয়া সারের তেমন প্রয়োজন হয় না। মুগ ডাল চাষের কারণে জমিতে প্রচুর জৈব সারের সৃষ্টি হয়। এর ফলে আমনের ফলন খুব ভালো হয়। এ বছর ডালের ফলন ভালো হয়েছে ।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ