Tuesday, December 24, 2024
No menu items!
spot_img
Homeএগ্রোসরিষা চাষে ঝুঁকছেন সুনামগঞ্জের চাষিরা!

সরিষা চাষে ঝুঁকছেন সুনামগঞ্জের চাষিরা!

বাজারে ভোজ্যতেলের দাম প্রতিনিয়ত উর্ধ্বমুখি। তাই নিজেদের তেলের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করে লাভবান হতে সরিষা চাষে ঝুঁকছেন সুনামগঞ্জের চাষিরা। ফলে গত বছরের তুলনায় এবছর সরিষার চাষ বেড়েছে। এই জেলার চাষিরা সরিষার বাম্পার ফলনের আশা করছেন।

জানা যায়, সরিষা চাষে উৎপাদন খরচ কম হওয়ায় ছাতারকোনা, মধ্যনগর, লক্ষ্মীরপাড়, মাছিমপুর ও রাজানগরসহ অন্তত ২০টি গ্রামের কয়েক হাজার কৃষক সরিষার আবাদ করেছেন। গত বছর এই জেলায় ১৬ হাজার ২৪২ বিঘা জমিতে সরিষার আবাদ হয়েছে। আর চলতি বছর ২০ হাজার বিঘা জমিতে সরিষা আবাদ হয়েছে।

জেলা কৃষি অফিসের তথ্যমতে, ধর্মপাশা ও তাহিরপুর উপজেলায় ৭ হাজার ৮০০ বিঘা জমিতে সরিষার আবাদ হয়েছে।

বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা গ্রামের কৃষক দীন ইসলাম বলেন, গত বছর ৬ বিঘা জমিতে সরিষার আবাদ করেছিলাম। তখন ৭০ হাজার টাকার সরিষা বিক্রি করেছি। গত বছর লাভবান হতে পেরে এবছর ১৩ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। সরিষা চাষ করে নিজের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে লাভবান হতে পারবো।

আরেকজন কৃষক বলেন, এক কানি জমিতে সরিষা চাষ করতে ৩ হাজার টাকা খরচ হয়। আর ২০-২২ হাজার টাকার সরিষা বিক্রি করা যায়। তাই সরিষা আবাদ করে লাভবান হয়েছি।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা সামছুল আলম বিধু বলেন, বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে কৃষকরা নিজেদের চাহিদা মেটাতে সরিষার আবাদ বেশি করেছেন। আমরা কৃষকদের সার, বীজ দিয়ে সহযোগিতা করেছি। পাশাপাশি কৃষকদের মাঠ পর্যায়ে গিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এবছর কৃষকরা বেশি জমিতে সরিষার আবাদ করেছেন। আশা করছি বাম্পার ফলন পাবেন।

সূত্র: আধুনিক কৃষি খামার

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ