Monday, December 23, 2024
No menu items!
spot_img
Homeএগ্রোসুনামগঞ্জে লিচুর বাম্পার ফলনে খুশি চাষিরা

সুনামগঞ্জে লিচুর বাম্পার ফলনে খুশি চাষিরা

সুনামগঞ্জে লিচুর বাম্পার ফলন হওয়ায় বেশ খুশি হয়েছেন স্থানীয় কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ও জমি চাষের উপযোগী হওয়ায় ফলন ভালো হয়েছে বলে জানান স্থানীয় লিচু চাষিরা। তবে করোনার কারণে লিচু দেশের বিভিন্ন অঞ্চলের পাঠানো সম্ভব হয়নি। তবে উৎপাদিত লিচু স্থানীয় বাজারে বিক্রি করে লাখ লাখ টাকা আয় করেছেন চাষিরা।

জানা যায়,  ছাতক শহর থেকে সুরমা নদী পাড়ি দিয়ে ৩ কিলোমিটার পথ পেরিয়ে টিলা বেষ্টিত চৌমুহনী বাজার ও লিচুর গ্রাম হিসেবে পরিচিত মানিকপুর। একটু এগুলেই দোয়ারাবাজারের লামাসানিয়া গ্রাম। এসব গ্রামের প্রতিটি বাড়িতেই রয়েছে লিচুর গাছ। বাণিজ্যিকভাবে লিচু চাষ করেছেন এলাকার শতাধিক পরিবার।

লিচু চাষি হেলাল উদ্দিন বলেন, লাভজনক লিচু চাষে জড়িয়ে এখানের শতাধিক চাষি এখন স্বাবলম্বী। লিচুর ভালো বাজারমূল্য রয়েছে এখানে। চলতি মৌসুমে লিচুর ফলন আশানুরূপ হয়েছে।

ছাতক উপজেলা কৃষি অফিস জানান, লাভজনক হওয়ায় অনেককে লিচু চাষে উদ্যোগী করা হয়েছে। তাদের সরকারি সহযোগিতাও দেয়া হচ্ছে। চলতি মৌসুমে এ অঞ্চলে লিচুর ফলনও অনেক ভালো হয়েছে।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ