Friday, April 4, 2025
No menu items!
spot_img
Homeএগ্রো কমুনিটিইয়ন মটরস এর অর্ধবার্ষিকী সেলস মিট অনুষ্ঠিত

ইয়ন মটরস এর অর্ধবার্ষিকী সেলস মিট অনুষ্ঠিত

দেশের অন্যতম প্রধান এগ্রোবেইজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন মটরস লিঃ এর অর্ধবার্ষিকী সেলস মিট (জুলাই- ডিসেম্বর, ২০২২) অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ ২০২৩, ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় অবস্থিত ফ্যান্টাসি কিংডম-এ দিনব্যাপী এই সেলস মিট অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপ অব ইণ্ডাস্ট্রিজ এর সম্মানিত চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মেজর এবিএ মেসবাহ উদ দৌলা (অবঃ)।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইয়ন গ্রুপের চীফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মোঃ শামসুজ্জোহা। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন ইয়ন মটরস এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসান।

             অর্ধবার্ষিকী সেলস মিট অনুষ্ঠানে বক্তব্য প্রদান করছেন ইয়ন গ্রুপ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা

প্রধান অতিথির বক্তব্যে ইয়ন গ্রুপ অব ইণ্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা বলেন, শুরু থেকেই ফার্মিং এর টোটাল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে ইয়ন গ্রুপ। পাশাপাশি খামারি ও কৃষকদের স্বার্থে নিজস্ব গবেষণা ও জ্ঞানের মাধ্যমে নতুন নতুন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়া চলমান রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে সেলস এর লক্ষ্যমাত্রা ধরে রাখতে সমর্থ হওয়ায় সেলস টিম সহ ইয়ন মটরস বিজনেসের সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, বর্তমান সময়ে কৃষিতে যান্ত্রিকীকরণের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। সেজন্য প্রতিটি কাস্টমারই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রান্তিক কৃষক/খামারি ভাইদের নিকট সঠিক তথ্য পৌঁছে দেয়ার পাশাপাশি ভাল মানের পণ্য ও সেবা নিশ্চিত করতে হবে। ইয়নের পণ্য সব সময়ই গুণে ও মানে সেরা। তাই সব ধরণের কাস্টমারদের কাছে এই বার্তাটি পৌছিয়ে দিতে হবে। এছাড়াও সেলস পরবর্তী সেবা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেননা প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে একজন কাস্টমারের সাথে লাইফ টাইম ব্যবসা করা সম্ভবপর হয়।

সেরা সেলস এচিভারদের সাথে ইয়ন গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা ও ভাইস চেয়ারম্যান মেজর এবিএ মেসবাহ উদ দৌলা (অবঃ)

উক্ত অনুষ্ঠানে ইয়ন গ্রুপের বিভিন্ন ডিপার্টমেন্টের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সারাদেশ থেকে আগত ইয়ন মটরস বিজনেস এর বিভিন্ন পর্যায়ের সেলস, সার্ভিস এবং রিকোভারি টিমের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে গত ৬ মাস (জুলাই-ডিসেম্বর ২০২২) এর ইয়ন গ্রুপের ইয়ন মটরস বিজনেস এর বিভিন্ন ক্যাটাগরিতে সেলস এচিভারদেরকে সম্মাননা প্রদান করা হয়।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ