Monday, December 23, 2024
No menu items!
spot_img
Homeএগ্রোকাঁচা মরিচের কেজি ১২০ টাকা!

কাঁচা মরিচের কেজি ১২০ টাকা!

বরিশালে পরিমান মতো সরবরাহ থাকায় বাড়েনি শীতকালীন সবজির দাম। তবে ঝাঁঝ বেড়েছে কাঁচা মরিচের। আগে প্রতিকেজি কাঁচা মরিচ ৪০-৫০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। মরিচের দাম বাড়ায় বিপাকে ত্রেতারা।

জানা যায়, বরিশালের প্রায় সবগুলো বাজারে বর্তমানে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা কেজি। এ ছাড়া প্রতিকেজি পেঁপে ১০ টাকা, বেগুন ১৫ টাকা, গাজর ২০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি দরে।

সরেজমিনে দেখা যায়, বরিশাল নগরীর পাইকারি বহুমুখী সিটি বাজারে ভোর থেকেই কাঁচা মরিচ সহ বিভিন্ন সবজি ক্রেতা বিক্রেতারা আসেন। তারপর দিনভর চলে সবজি বেচাকেনা। শীতকালীন সবজির যথেষ্ট সরবরাহ থাকায় দাম স্বাভাবিক রয়েছে। তবে সপ্তাহ ব্যবধানে কেজিতে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে কাঁচা মরিচের দাম। গত সপ্তাহে যে কাঁচা মরিচ ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন সেই কাঁচা মরিচ ১০০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারের ব্যবসায়ী মনির বলেন, এবার শীতকালীন সবজির ব্যাপক চাষ হয়েছে। তাই বাজারে সবজির দাম স্বাভাবিক রয়েছে। তবে গেল সপ্তাহ থেকে এই সপ্তাহে কাঁচা মরিচের দাম অনেক বেড়েছে।
আরেক ব্যবসায়ী আসাদ বলেন, শীতকালীন সবজির দাম গত সপ্তাহের মতোই রয়েছে। তবে খুব দ্রুতই বেড়েছে কাঁচা মরিচের দাম। মরিচের দাম আরো বাড়লে ক্রেতাদের সমস্যায় পড়তে হবে।

বরিশাল বহুমুখী সিটি মার্কেট মালিক সমিতির সদস্য বাচ্চু হাওলাদার বলেন, শীতের কারণে কৃষকরা জমি থেকে মরিচ তুলতে দেরি করছেন। এ ছাড়া কুয়াশার কারণে সময়মতো আসছে না পরিবহন। তাই বেড়েছে কাঁচা মরিচের দাম।

সূত্র: আধুনিক কৃষি খামার

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ