Monday, December 23, 2024
No menu items!
spot_img
Homeডেইরিকুড়িগ্রামে ‘লাম্পি স্কিন’ রোগে মরছে গরু, হতাশ খামারিরা!

কুড়িগ্রামে ‘লাম্পি স্কিন’ রোগে মরছে গরু, হতাশ খামারিরা!

কুড়িগ্রাম জেলার উলিপুর সহ বিভিন্ন উপজেলায় গরুর শরীরে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭টি গরু মারা গেছে। এছাড়া শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়েছে। কোরবানি ঈদের আগে হঠাৎ গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হওয়ায় হতাশ হয়ে পড়েছেন খামারিরা।

খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বিভিন্ন জায়গায় এ রোগ ছড়িয়ে পড়েছে। এছাড়াও জেলা সদর, রৌমারী ও নাগেশ্বরী উপজেলাতেও এই রোগের সংক্রমণ দেখা দিয়েছে। এটি আফ্রিকান রোগ। এ রোগের প্রতিষেধক নাই। ফলে গোট পক্স ভ্যাকসিন দিয়ে প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ বিভাগ।

খামারি বাবুল বলেন, আমার দেড় লাখ টাকা দামের একটি গাভীর এ রোগে আক্রান্ত হয়েছে। গাভীটির সমস্ত শরীরে ঘা। যার জন্য এই গরুটি আর বিক্রি করতে পারছিনা।

আরেক গৃহস্থ শমসের আলী বলেন, সকালে উঠে দেখি গরুর গায়ে পক্সের মতো গোটা। বিকেল না হতে সারা শরীর ঘিরে রেখেছে এ রোগ। শুনেছি এ রোগ হলে নাকি গরু মারা যায়। গরু দুটো মারা গেলে বিপদে পড়বো।

একই দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষক আব্দুল মজিদ। তার আক্রান্ত দুটি গরুর মধ্যে একটি মারা গেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, উপজেলায় গরুর শরীরে লাম্পি স্কিন রোগটি ছড়িয়েছে। এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত উপজেলায় এ রোগে ৭ টি গরু মারা যাওয়ায় খবর পেয়েছি। মশা-মাছির মাধ্যমে এক গরু থেকে আরেক গরুতে ছড়ায়। লাম্পি স্কিন রোগের কোনো প্রতিষেধক বের হয়নি। আমরা গোট পক্স ভ্যাকসিন দিয়ে রোগ প্রতিরোধের চেষ্টা চালাচ্ছি।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ