ঈদ পরবর্তী রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার খুচরা বাজারগুলোতে কেজিপ্রতি ৩০-৬০ টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার, সোনালী, লেয়ার, দেশীসহ অন্যান্য ফার্মের মুরগির দাম।
রাজধানীর নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, মিরপুরের ১১ নম্বর বাজার, সাভারের উলাইল, গেন্ডা, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
এসব লাল ডিম ডজন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। এছাড়াও সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকা। তবে কোথাও কোথাও সাদা ডিমের হালি ৪০-৪৪ টাকা দরেও বিক্রি হতে দেখা গেছে।
এদিকে খুচরা বাজারে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২৪০ টাকা থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী ও লেয়ার মুরগির দাম ৩৪০ থেকে ৩৬০ টাকা, দেশি মুরগি ৬৫০ টাকা থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।