Sunday, December 22, 2024
No menu items!
spot_img
Homeডেইরিরংপুরে কোরবানির জন্য প্রস্তুত ১৫ লাখ পশু

রংপুরে কোরবানির জন্য প্রস্তুত ১৫ লাখ পশু

ফজলুর রহমান, রংপুরঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির জন্য বৃহত্তর রংপুর অঞ্চলে প্রায় সাড়ে ১৫ লাখ গবাদি পশু প্রস্তুত করেছেন খামারি। কোরবানির চাহিদা রয়েছে ১১ লাখ ৮৮ হাজার। চাহিদার তুলনায় প্রায় পৌনে ৪ লাখ পশু বেশি থাকার পরিসংখ্যান তুলে ধরেছে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর।

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগের আট জেলার ৫৮টি উপজেলায় প্রায় ২ লাখ ছোট-বড় খামারির ঘরে ৭ লাখ ৮৭ হাজার ১৪৪টি গরু বাণিজ্যিকভাবে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত রয়েছে। গরু ছাড়াও ৮ লাখ ৩২ হাজার ৬৫৫টি ছাগল ও ভেড়া বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত রয়েছে।

বিভাগের আট জেলার মধ্যে পরিসংখ্যানে দেখা গেছে, রংপুর জেলায় সবচেয়ে বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। জেলায় গরু প্রস্তত রয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৫৪টি এবং ছাগল-ভেড়া ১ লাখ ৩৩ হাজার ৫৬৪টি। জেলায় চাহিদা রয়েছে প্রায় ২ লাখ ১৮ হাজারের মতো। চাহিদার তুলনায় জেলায় ৬৭ হাজারের উপরে পশু উদ্বৃত থাকবে বলেও জানা গেছে ।

সরেজমিনে জেলার বিভিন্ন খামারে গিয়ে কথা হয় খামারি ও কৃষকদের সঙ্গে। ২৩ জুন (শুক্রবার) সকালে, পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের তাম্বুলপুর গ্রামের খামারি আব্দুর রউফ এর সাথে কথা হলে তিনি জানান, তার ফার্মে ৪০টি গরু কোরাবানির জন্য মোটাতাজা করেছেন।

তিনি আরো বলেন, আমরা দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন করে থাকি। গম, ভুট্টা ভাঙ্গা, খড়, ভূষি ও নিয়ম মাফিক নেপিয়ার ঘাস খাওয়ানো হয়। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সবসময় পরামর্শ ও সহযোগিতা করে থাকে। গত কয়েকদিন আগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমার গরুর খামার পরিদর্শন করেছেন।

রংপুর নগরীর মাহিগঞ্জ দেওয়ানটলি এলাকার জমজম ক্যাটেল ফার্মের স্বত্বাধিকারী আব্দুল মতিন আজিজি বলেন, কোরবানির জন্য এবারও তার খামারে ১২০টি গরু প্রস্তত করা হয়েছে। ৯০ হাজার টাকা থেকে শুরু করে ৪ লাখ টাকা দামের গরু রয়েছে।

ভারতীয় গরু দেশে প্রবেশ না করলে খামারিরা আসন্ন কোরবানির হাটে ন্যায্য মূল্য পাবে বলে আশা করেন রংপুর ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন।

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুল হাই সরকার জানান, বিভিন্ন স্থানে কোরবানির পশুরহাট শুরু হয়ে গেছে। পশু কেনা-বেচা ভালো হচ্ছে। আশা করি খামারিরা পশুর ন্যায্য মূল্য পাবেন।


RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ