Sunday, December 22, 2024
No menu items!
spot_img
Homeডেইরিগরু কিনলে মোটরসাইকেল ফ্রি

গরু কিনলে মোটরসাইকেল ফ্রি

কোরবানির ঈদকে সামনে রেখে আলোড়ন সৃষ্টি করেছে রবি ও বুধু নামের বৃহদাকার দুইটি গরু। রংপুর নগরের মীরগঞ্জের তালুক তামপাট এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম সরকার নামের এক খামারী গরুটি পালন করেছেন।

রাত দিন শত শত মানুষ ভিড় করছেন খামারী রফিকুলের বাড়িতে। দেখতে আসছেন উৎসুক জনতা, আবার গরুটি কেনার জন্য আসছেন পাইকাররাও। ইতিমধ্যে খামারী ঘোষনা দিয়েছেন যে তার রবি ও বুধু নামের গরু দুইটি যে কিনবে তার জন্য উপহার  হিসেবে থাকবে একটি পালসার মোটরসাইকেল।

জানা যায়, রংপুর নগরের রফিকুল ইসলাম পেশায় একজন দলিল লেখক হলেও চার বছর ধরে ষাঁড় দুইটি সন্তানের মতো লালন-পালন করে বড় করেছেন। ষাঁড় দুইটির একটি রবিবারে জন্ম নিয়েছে আর একটি বুধ বারে তাই তাদের নামকরণ রবি ও বুধু রাখা হয়েছে। ওই নামেই বাড়ির সবাই তাকে ডাকে। এবারের কুরবানিতে গরুটি বিক্রি করতে চান তিনি। রবির ওজন হবে ২৫ মণ ও বুধুর ওজন হবে প্রায় ২৬ মণ। দাম ১৫ লাখ করে ৩০ লাখ টাকা হাঁকিয়েছেন রফিকুল। ক্রেতাকে গরুর সঙ্গে পালসার মোটরসাইকেল উপহার দেয়ার ঘোষণাও করেছেন তিনি।

৩০ লাখ টাকা দামের এই গরু দুটি দেখার জন্য তার বাড়িতে এখন মানুষের ঢল নেমেছে। ওই গরুর সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করছেন কেউ কেউ।

গরুটি দেখতে আসা ফারুক হোসেন বলেন, শুনলাম গরু কিনলে পালসার ফ্রি। এ কথা শুনে কৌতুহল জাগে মনে। তাই গরুটি দেখতে এসেছি।

আরেক দর্শনার্থী ইলিয়াস বলেন, লোকমুখে ৩০ লাখ টাকার গরুর কথা শুনে আইছি। এত বড় গরু জীবনে প্রথম দেখলাম।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ