গরু মোটাতাজাকরণে খাদ্য মিশ্রণ তৈরির উপায় খামারিরা অনেকেই জানেন না। আপনার এলাকায় প্রয়োজনীয় উপকরণের সহজ প্রাপ্যতা এবং দামের বিষয়টি বিবেচনা করে আপনি দানাদার খাদ্যের মিশ্রণের উপকরণ পরিবর্তনও করা যাবে। পুষ্টিমানের দিকে লক্ষ্য রেখে নিম্নে আরও ৪টি তালিকা দেয়া হল। আপনি যে কোনটি বেছে নিতে পারেন।
প্রথম মিশ্রণঃ
উপকরণ পরিমাণ
১। গমের ভূষি ৫.৪ কেজি
২। খেসারীর ভূষি ২.০ কেজি
৩। তিলের খৈল ১.৮ কেজি
৪। শুটকি মাছের গুড়া ৭০০ গ্রাম
৫। লবন ৫০ গ্রাম
৬। ঝিনুকের গুড়া ৫০ গ্রাম
দ্বিতীয় মিশ্রণঃ
উপকরণ পরিমাণ
১। চাল ভাঙ্গা (খুদ) ২.৫ কেজি
২। গমের ভূষি ১.৫ কেজি
৩। চালের কুড়া ২.০ কেজি
৪। মসুরের ভূষি ১.৯ কেজি গ্রাম
৫। তিলের খৈল ১.৫ কেজি
৬। শুটকি মাছের গুড়া ৫০০ গ্রাম
৭। ঝিনুকের গুড়া ৫০ গ্রাম
৮। লবণ ৫০ গ্রাম
তৃতীয় মিশ্রণঃ
উপকরণ পরিমাণ
১। চাল ভাঙ্গা (খুদ) ১.০ কেজি
২। গমের ভূষি ১.৫ কেজি
৩। চালের কুড়া ৪.০ কেজি
৪। খেসারি ভাঙ্গা ১.০ কেজি গ্রাম
৫। সরিষার খৈল ২.০ কেজি
৬। শুটকি মাছের গুড়া ৪০০ গ্রাম
৭। ঝিনুকের গুড়া ৫০ গ্রাম
৮। লবণ ৫০ গ্রাম
চতুর্থ মিশ্রণঃ
উপকরণ পরিমাণ
১। খেসারীর ভূষি ১.৪ কেজি
২। গমের ভূষি ১.০ কেজি
৩। চালের কুড়া ৫.০ কেজি
৪। মসুরের ভূষি ১.০ কেজি গ্রাম
৫। তিলের খৈল ১.৫ কেজি
৬। ঝিনুকের গুড়া ৫০ গ্রাম
৭। লবণ ৫০ গ্রাম