Monday, December 23, 2024
No menu items!
spot_img
Homeএগ্রো কমুনিটিগোপালগঞ্জে ইয়ন ফিডের 'মৎস্য খামার ও খাদ্য ব্যবস্থাপনা' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ইয়ন ফিডের ‘মৎস্য খামার ও খাদ্য ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ওমর ফারুক বাবুঃ দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন ফিডের উদ্যোগে ৩০ জন মৎস্য চাষির অংশগ্রহণে ‘মৎস্য খামার ও খাদ্য ব্যবস্থাপনা’ বিষয়ক একটি র্কমশালা অনুষ্ঠিত হয়েছে।

২২ ফেব্রুয়ারি ২০২৩, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মা কালী মৎস্য খামার এর সহযোগতিায় ইয়ন ফিডের আয়োজনে উক্ত র্কমশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ইউনিয়নের প্রান্তিক মৎস্য চাষিদের স্বল্প খরচে, গুণগতমান সম্পন্ন পণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং নিরাপদ খাদ্য ব্যবহারের মাধ্যমে ডিম, দুধ ও মাছ উৎপাদনে ইয়ন গ্রুপ কিভাবে কাজ করছে তা সম্বন্ধে ধারণা দেয়া হয়। এছাড়াও নিরাপদ মাংস, ডিম, দুধ ও মাছ উৎপাদনের জন্য ইয়নের উৎপাদিত শতভাগ হালাল নিরাপদ প্রাণী খাদ্যের প্রয়োজনীয়তা, ব্যবহার বিধি এবং অন্যান্য পণ্য সম্পর্কে বিষদ আলোচনা করা হয়।

উক্ত কর্মশালায় খামারিদের মাঝে বৈজ্ঞানিক পদ্ধতিতে পুকুর ব্যবস্থাপনা, মাছের খাদ্য ব্যবস্থাপনা এবং ইয়ন মৎস্য ফিডের গুণাগুণ তুলে ধরা হয়। এসময় ইয়নের গুণগতমান সম্পন্ন পণ্য ব্যবহারে খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন বলে সন্তুষ্টি প্রকাশ করেন।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ইয়ন ফিডের আরএসএম ড. শাহীন আহমেদ মন্ডল, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ওমর ফারুক বাবু, টিএসএম জুলফিকার আলী এবং মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ আগত খামারগিণ।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ