Monday, December 23, 2024
No menu items!
spot_img
Homeএগ্রোঠাকুরগাঁওয়ে ১০ টাকায় মাটি পরীক্ষা, খুশি আখ চাষিরা!

ঠাকুরগাঁওয়ে ১০ টাকায় মাটি পরীক্ষা, খুশি আখ চাষিরা!

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁওঃ বর্তমানে রংপুর বিভাগের একমাত্র চালু সুগার মিল ঠাকুরগাঁও সুগার মিল। এ সুগার মিলের আখচাষীদের জন্য প্রায় বিনামূল্যে মাটি পরীক্ষা করার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন বিভাগ। ঢাকা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ছাব্বির হোসেন এ ঘোষণা দেন।

রোববার ঠাচিক ট্রেনিং কমপ্লেক্সে মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার, ভেজাল সার শনাক্তকরণ ও মাটি পরীক্ষা বা মাটির স্বাস্থ্যসংরক্ষণ বিষয়ক আখচাষী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ছাব্বির হোসেন।

ঠাকুরগাঁও সুগার মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে আখচাষীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.নুরল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্পের ফিল্ড রিসার্চ ইউসুফ আলী, সুগার মিলের মহাব্যবস্থাপক(কৃষি) আবু রায়হান লিটু, ঠাকুরগাঁও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় মৃত্তিকা গবেষক ও সুগার মিলের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ আপেল‌ কুল চাষে লাভবান ইদ্রিস!

প্রশিক্ষণে ঠাকুরগাঁও সুগার মিল জোনের অধীন পঞ্চগড় ঠাকুরগাঁও ও সেতাবগঞ্জ এলাকার ৫০ জন আখচাষী অংশ নেন। প্রশিক্ষণে স্বল্প মাটিতে অধিক ফলনের জন্য মাটির যত্ন নেয়া অপরিহার্য বলে মত দেন প্রশিক্ষকরা। পরে মাঠে গিয়ে হাতে কলমে চাষীদের মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি দেখিয়ে দেয়া হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছে, চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান রংপুর বিভাগের সবকটি সুগারমিল লোকসানে থাকায় চারটি বন্ধ হলেও এখানো চালু রয়েছে ঠাকুরগাঁও সুগারমিল। গেল দুবছর ধরে এ মিলটিতে ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলার চাষিদের উৎপাদিত আখ সরবরাহ করে আসলেও পুরাতন যন্ত্রপাতির মিলটিতে মাড়াই কার্যক্রম নিয়ে শঙ্কা কাটছে না।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ