Sunday, December 22, 2024
No menu items!
spot_img
Homeদেশের সবথেকে ছোট্ট ষাঁড় জ্যাক, ওজন ৩২ কেজি

দেশের সবথেকে ছোট্ট ষাঁড় জ্যাক, ওজন ৩২ কেজি

ঢাকার সাভারের ছোট্ট গরু রানির পর এবার আর এক বিস্ময় ২৩ ইঞ্চির ছোট্ট ষাঁড় গরু জ্যাক। ২ বছর বয়সী দেশি জাতের এই গরুর ওজন মাত্র ৩২ কেজি। ছোট্ট গরু রানি গিনেজ কর্তৃপক্ষের স্বীকৃতি পেলেও অসুস্থ হয়ে রানী মারা যায়। রানী ও টুনটুনি বকনা গরু হলেও শ্রীপুরের জ্যাক ষাঁড়

সরেজমিনে দেখা যায়, লালচে বর্ণের খর্বাকৃতির একটি ষাঁড় বাছুর মায়ের এপাশ কাটিয়ে ওপাশে ছোটাছুটি করছে। প্রাপ্তবয়স্ক অন্য গরুর মতোই ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে বাছুরটি। ছোট এই গরুটির নাম রাখা হয়েছে জ্যাক। বয়স অনুযায়ী গরুটির ওজন ও উচ্চতা সে হারে বাড়েনি। জানা গেছে, বর্তমানে পরিবারসহ আশপাশের গ্রামের বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জ্যাক।

গরুর কৃষক আবদুল ফালান বলেন, জ্যাকের ওজন ৩২ কেজি হবে। উচ্চতা ক্ষুরা থেকে শিনার গোড়া পর্যন্ত ২৩ ইঞ্চি। আর লম্বায় মাথা থেকে পেছন পর্যন্ত ৩২ ইঞ্চি পাওয়া গেছে।

প্রতিবেশী রিফাত জানান, এর আগে টিভিতে দেখেছি সাভারের রানী নামের ছোট্ট গরুটি। এখন তার চেয়ে ছোট্ট গরু বাড়ির পাশেই। আমরা কখনো এমন ছোট গরু দেখিনি। খুবই চঞ্চল ছোট বাছুরটি। দেখতেও দারুণ আনন্দ লাগে। সারা দিন মায়ের পাশে পাশে ঘুরে বেড়ায়। 

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একেএম আতিকুর রহমান বলেন, জ্যাকের ওজন ৩২ কেজি ও উচ্চতা ২৩ ইঞ্চি বলে জানা গেছে। জিনগত খনিজ খাটতি ও হরমোনের কারণে এমনটি হতে পারে। এটি রেকর্ড গড়ার মতো ছোট কি না, তা আমরা জানি না। শিগগিরই কৃষকের বাড়িতে গরুটি দেখতে যাব।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ