Monday, December 23, 2024
No menu items!
spot_img
Homeএগ্রোনকলায় ভুট্টার দামে খুশি চাষিরা

নকলায় ভুট্টার দামে খুশি চাষিরা

চলতি মরসুমে আবহাওয়া অনুকুলে থাকায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বর্তমানে ভুট্টা সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন শেরপুর জেলার নকলা উপজেলার চাষিরা। বাম্পার ফলনের পাশাপাশি বাজারে কাঙ্ক্ষিত দামেও ভুট্টা বিক্রি করতে পারছেন বলে হাসি ফুটেছে কৃষকদের মুখে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রমতে, উপজেলায় চলতি বছরে ২১ হাজার ৪২০ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে ২ হাজার ১০০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে।

এদিকে জেলার প্রান্তিক ভুট্টা চাষিরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূল থাকায় এবছর ভুট্টার কাঙ্ক্ষিত উৎপাদন হয়েছে। বাজারে গত বছরের তুলনায় দাম একটু বেশি। বর্তমানে কাঁচা ভুট্টা ৭৫০ টাকা থেকে ৮০০ রতাকা মণ দরে বিক্রি হচ্ছে।

ভুট্টা চাষি আলিম বলেন, ৫০ শতক জমিতে ভুট্টা লাগিয়েছিলাম। সব খরচ বাদ দিয়ে ৭০ হাজার টাকা লাভ থাকবে। ইতোমধ্যে প্রায় ৮ হাজার টাকার ভুট্টা বিক্রি করেছি।

আরেক চাষি মিলন বলেন, গম ও বোরো চাষে খরচ বেশি হয়। সে তুলনায় ভুট্টা চাষে খরচ কম। সব থেকে কম খরচ হয় সেচ দিতে। এবার ভুট্টার ভালো ফলন হয়েছে। আশাকরি ভালই লাভবান হতে পারব।

জেলার প্রায় ৯৫ ভাগ ভুট্টা ইতোমধ্যেই হারভেস্ট সম্পন্ন হয়েছে। বর্তমানে শুকনো ভুট্টা ৯৫০-১০০০ টাকা মন দাম পাচ্ছেন চাষিরা।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ