রাজশাহীর মোহনপুর সহ আশেপাশের প্রায় অর্ধশত গ্রামে পটলের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর পটলের ফলন বৃদ্ধি পেয়েছে। উপজেলার বিদিরপুর বাজারের হাট থেকে শত শত মণ পটল দেশের বিভিন্ন প্রান্তের জেলা শহর গুলোতে চলে যাচ্ছে।
জানা গেছে, প্রতি মণ পটল ৮০০-৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভালো দাম পাওয়ায় কৃষকরা অনেক খুশি। উপজেলার লালপুর, কাশিমালা, পিয়ারপুর সহ প্রায় অর্ধ শতাধিক গ্রামে পটলের ফলন হয়েছে। এসব গ্রামের চারপাশে শুধু সবুজ পটলের জমি। ভোরে জমি থেকে বস্তায় ভরে গাড়ি করে বাজারে নিয়ে যায়।
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চাষিরা পটল এনে আড়তদারদের কাছে বিক্রি করেন আর পাইকাররা আড়তদারদের কাছ থেকে সংগ্রহ করে তা বিভিন্ন জেলায় সরবরাহ করেন।
পটল চাষি আল আমিন বলেন, ১ বিঘা জমিতে চাষ করে সপ্তাহে প্রায় ৫-৬ মণ পটল তুলে বিক্রি করতে পারি। এবছর আবহাওয়া ভালো থাকায় পটলের বাম্পার ফলন হয়েছে। বাজার দর ভালো থাকায় পটল বিক্রি করে লাভ হচ্ছে।
ব্যবসায়ী রবিউল জানান, পটলের উৎপাদন ভালো হওয়ায় ৮০০-৯০০ টাকা মণ দরে ক্রয় করছি ঢাকায় নিয়ে বিক্রি করবো। তাতে বেশি লাভ হবে।
মোহনপুর উপজেলা কৃষি অফিসার রহিমা খাতুন জানান, এই মৌসুমে প্রায় ২৯২ হেক্টর জমিতে পটল চাষ করা হয়েছে। বীজ রোপন করা থেকে শুরু করে সঠিক পরিচর্যা ও পোঁকা দমনের সকল পরামর্শ প্রদান করা হয়েছে। ফলে এবছর পটলের বাম্পার ফলন হয়েছে।
পটলের বাম্পার ফলনে খুশি চাষিরা!
RELATED ARTICLES