Monday, December 23, 2024
No menu items!
spot_img
Homeএকুয়াপুকুরে পাঙ্গাস মাছ চাষে যেসব ব্যবস্থা রাখা জরুরী

পুকুরে পাঙ্গাস মাছ চাষে যেসব ব্যবস্থা রাখা জরুরী

পুকুরে পাঙ্গাস মাছ চাষে যেসব ব্যবস্থা রাখা জরুরী সেগুলো মৎস্য চাষিদের সঠিকভাবে জানতে হবে। বর্তমানে আগের তুলনায় পুকুরে মাছ চাষ অনেক বৃদ্ধি পেয়েছে। এর প্রধান কারণ হল প্রাকৃতিক উৎসে মাছের উৎপাদন কমে যাওয়া। পুকুরে অনেকেই পাঙ্গাস মাছ চাষ করে থাকেন। আসুন আজকে জেনে নিব পুকুরে পাঙ্গাস মাছ চাষে যেসব ব্যবস্থা রাখা জরুরী সেই সম্পর্কে-

পুকুরে পাঙ্গাস মাছ চাষে যেসব ব্যবস্থা রাখা জরুরীঃ

১। পুকুরের পাঙ্গাস মাছ নিয়মিত খাদ্য খায় কিনা সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কোন কারণে খাদ্য গ্রহণ কমে গেলে বা কমে গেলে তার কারণ বের করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২। পুকুরে চাষ করা পাঙ্গাস মাছের ক্ষত রোগ দূর করার জন্য প্রতি মাসে একবার পুকুরে জিওলাইট অথবা চুন দিতে হবে (শতকে ২০০ গ্রাম)।

৩। পুকুরের পানি ভালো রাখার জন্য ১৫ দিন পর পর হররা টেনে দিতে হবে।

৪। চাষকালীন সময়ে শামুকের আধিক্য পরিলক্ষিত হলে শতাংশ প্রতি ১০০ থেকে ২০০ গ্রাম ইউরিয়া প্রয়োগে শামুকের আধিক্য কমবে।

৫। পাঙ্গাস মাছ চাষে নিয়মিত (প্রতি ১৫ দিন অন্তর ২০-২৫% পানি পরিবর্তন) পানি পরিবর্তন করতে হবে।

৬। এক পুকুরের জাল অন্য পুকুরে ব্যবহারের আগে ভাল পানির সাথে জিবাণু নাশক পটাশ মিশিয়ে পরিষ্কার করে নিন।

৭। একটানা মেঘলা আবহাওয়ায় কিংবা অতিরিক্ত বৃষ্টি হলে খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে অথবা একেবারে বন্ধ করে দিতে হবে।

৮। ১৫ দিনে একবার নমুনা সংগ্রহ করে গড় বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে মোট খাদ্যের পরিমাণ ঠিক করে নিতে হবে।

৯। প্রতি ১৫ দিনে একবার প্রোবায়োটিক ব্যবহার করলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ও পানির পরিবেশ ভাল থাকবে।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ