পেয়ারা চাষে ব্যাপক সফলতা পেয়েছেন ঠাকুরগাঁও পৌরশহরের ১২নং ওয়ার্ডের ছিট চিলারং গ্রামের বাসিন্দা পারভেজ খান। যিনি উচ্চ মাধ্যমিক শেষ করে পরিবারের হাল ধরতে ব্যবসা শুরু করেন। পরবর্তীতে সুবিধা করতে না পেরে ব্যবসা ছেড়ে পেয়ারার বাগান শুরু করেন। বর্তমানে তিনি পেয়ারার বাগান করে লাখপতি হয়েছেন।
জানা যায়, পেয়ারার পাশাপাশি কূল, পেঁপে, আপেল, মাল্টা, ডালিম ও সবেদাসহ অনেক ফলের বাগান দিয়ে চমক সৃষ্টি করেছেন তিনি। বাগান থেকে কয়েক দফায় ফল বিক্রি করে লাখ টাকা আয় করেছেন। তার সফলতা দেখে আশেপাশের অনেক বেকার যুবকরা বাগান করে স্বাবলম্বী হচ্ছেন বলে তিনি জানান।
তরুণ উদ্যোক্তা ও বাগানের মালিক পারভেজ খান বলেন, করোনার কারণে লোকসান হলে ব্যবসা বন্ধ করে দেই। তারপর বিভিন্ন জায়গার বাগান পরিদর্শন করে বাগান করার চিন্তা করি। তারপর পেয়ারার বাগান গড়ে তুলি। পেয়ারার সাথে সাথি ফসল হিসেবে বরই চাষ করেছিলাম। সেটা থেকেও বাড়তি আয় করতে পেরেছি।
তিনি আরো বলেন, বাগান থেকে পেয়ারা ও বরই বিক্রি করে লক্ষাধিক টাকা আয় হয়েছে। দাম কম থাকলেও আশা করছি ১৫-১৬ লাখ টাকা আয় করতে পারবো। আশা করছি আগামীতে বাগানের পরিধি আরো বড় করবো।
আরও পড়ুনঃ লোকসানে রাঙামাটির আনারস চাষিরা!
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আব্দুল আজিজ বলেন, পারভেজের বাগানের খবর আমরা পেয়েছি। শুনেছি তার বাগানে ফলের ভালো ফলন হয়েছে। বাগানের প্রয়োজনে আমরা সব সময় তাকে সহযোগিতা করে যাবো। আশা করছি তাকে দেখে আরো উদ্যোক্তা সৃষ্টি হবে।