আসন্ন ঈদ উল আজহার কোরবানি পশুর হাট কাঁপাতে আসছে শাহিওয়াল জাতের ২৫ মণ ওজনের “রাজাবাবু”! ঈদকে কেন্দ্র করে ‘রাজাবাবু”‘ নামের দীর্ঘকায় গরুটি প্রস্তুত করেছেন দিনাজপুরের বিরল উপজেলার বহলা হাজীপাড়া গ্রামের বাবু। ২৫ মণ ওজনের “রাজাবাবু” নামের এই গরুটি ১৩ লাখ টাকায় বিক্রি করবেন বলে আশাবাদী খামারি। রাজাবাবু ছাড়াও আরও ছোট গরু হাটে তুলবেন তিনি।
জানা যায়, প্রায় তিন বছর ধরে তিনি রাজাবাবুর পাশাপাশি অন্যান্য গরুও লালন-পালন করছেন। গরু পালনের মাধ্যমে তিনি সফলতাও পেয়েছেন। তার এমন সাফল্যে এলাকার এখন অনেকেই গরু পালনে ঝুঁকছেন বলে তিনি জানান।
বাবু জানান, ঈদকে সামনে রেখে এই গরুটি প্রস্তুত করেছি। রাজাবাবু প্রতিদিন কলা, চিড়া, বেলের শরবত, চিটা গুড়, মাল্টা, খড়, ভুসি ও ভুট্টার আটা, চালের খুদ ও ছোলা বুটসহ অন্যান্য দামি খাবার গ্রহণ করে। গ্রামে এর চেয়ে আর কোন বড় গরু নেই। তাই বিভিন্ন এলাকা থেকে লোকজন রাজাবাবুকে দেখতে আসছে। ইতোমধ্যে অনেকেই গরুটি নেয়ার আগ্রহ প্রকাশ করেছে।
তিনি আরও বলেন, রাজাবাবু উচ্চতায় সাড়ে ৬ ফুট এবং দৈর্ঘ্যে ৮ ফুট। গরুটির প্রায় ১ হাজার কেজি মাংস হবে। প্রকৃত ক্রেতা পেলে বিক্রি করে দিব। যেকেউ চাইলে অনলাইনের মাধ্যমে কিংবা তার খামারে সরাসরি গিয়ে রাজাবাবু ছাড়াও অন্যান্য ষাঁড় গরু গুলো ক্রয় করতে পারবেন বলেও তিনি জানান।