বাণিজ্যিকভাবে মানকচুর চাষ করে তাক লাগিয়েছেন প্রবাস ফেরত সাহেব আলী। সাধারনত মানকচু বাড়ির আশেপাশের পরিত্যাক্ত জায়গায় হয়ে থাকে। সাহেব আলী তার বাড়ির পাশের পতিত জমিতে মানকচুর চাষ করে সফল হয়েছেন। প্রবাস থেকে ফিরে এসে তার এমন সফলতা দেখে অনেকেই এই জাতের কচু চাষে আগ্রহী হচ্ছেন।
জানা যায়, সাহেব আলী গাংনী উপজেলার ধানখোল ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা। বাড়ির আশেপাশে বেড়ে উঠা মানকচুকে তিনি বাণিজ্যিকভাবে চাষ করে এলাকায় বেশ সাড়া ফেলেছেন। মানকচুকে অর্থকরি ফসল হিসেবে পরিচিতি লাভ করিয়েছেন তিনি। বর্তমানে তিনি ৩৩ শতাংশ জায়গায় মানকচু চাষ করে লাখ টাকার কচু বিক্রির আশা করছেন।
মানকচু সাধারনত বাড়ির আনাচে-কানাচে পরিত্যাক্ত জায়গায় হয়ে থাকে। মানুষ ভর্তা ছাড়াও সবজি হিসেবে এই কচু খেয়ে থাকেন। সবজি হিসেবে এই কচু ব্যাপক চাহিদা থাকায় সবজি ব্যবসায়ীরা চাষিদের বাড়ি ও জমি থেকে মানকচু কিনে নিয়ে দেশের বিভিন্ন বাজারে বিক্রি করছেন। অথচ এই কচু বাণিজ্যিকভাবে চাষ করা হতো না। সাহেব আলীই প্রথম এই জেলায় বাণিজ্যিকভাবে মানকচুর চাষ করেছেন।
সাহেব আলী বলেন, বিদেশ থেকে ফিরে কিছু করার চিন্তা নিয়ে বাড়ির পাশে পড়ে থাকা ৩৩ শতাংশ জমিতে মানকচু চাষ করেছি। প্রায় ২ হাজার মানকচুর বীজ রোপন করি। মানকচু চাষের সুবিধা হলো অনুর্বর পরিত্যাক্ত জমিতে স্বল্প খরচে করা যায় এবং সার-বিষ কিছুই লাগেনা।
তিনি আরো বলেন, আমার এক বিঘা জমিতে খরচ হয়েছে মাত্র ১০ হাজার টাকা। জমি থেকে কচু উত্তোলন করছি। বর্তমানে মানকচু ৪-৮ কেজি পর্যন্ত ওজন হয়েছে। ইতোমধ্যে বিক্রি শুরু করে দিয়েছি। প্রতি কেজি ১৬ টাকা দরে এবং প্রতি পিচ ৮০ টাকায় বিক্রি করছি। আশা করছি এই জমি থেকে লক্ষাধিক টাকার মানকচু বিক্রি করতে পারবো।
ভাটপাড়া গ্রামের সাব্বির হোসেন বলেন, মানকচু আমাদের বাড়ির আশেপাশেই জন্মে থাকে। মানুষ ভর্তা হিসেবে ও রান্না করে সবজি হিসেবে খেয়ে থাকেন। এই কচু অবহেলায়ই বেড়ে উঠে। তবে এখন অনেকেই সাহেব আলীর কাছ থেকে মানকচু বাণিজ্যিকভাবে চাষ করার পরামর্শ নিচ্ছেন।
গাংনী উপজেলা কৃষি কর্মকতা লাভলী খাতুন বলেন, পরিত্যাক্ত জায়গায় অবহেলায় বেড়ে এই কচু কেউ বাণিজ্যিকভাবে চাষ করেনি। এখন কৃষক সাহেব আলী বাণিজ্যিকভাবে মানকচুর চাষে এলাকায় বেশ সাড়া ফেলেছেন। আশা করছি তিনি লাভবান হতে পারবেন। আমরা এই কচুকে চাষের আওতায় এনে চাষিদের মানকচু চাষ করার জন্য উৎসাহিতের পাশাপাশি পরামর্শ দিবো।
বাণিজ্যিকভাবে মানকচু চাষ করে সফল সাহেব আলী!
RELATED ARTICLES