Monday, December 23, 2024
No menu items!
spot_img
Homeএকুয়ামাছ চাষে আয় লাখ টাকা!

মাছ চাষে আয় লাখ টাকা!

রুই, কাতলা, মৃগেল, পাঙাশ, শিং, মাগুরসহ অন্যান্য প্রজাতির মাছ চাষে ব্যাপক সফলতা অর্জন করেছেন দিনাজপুরের পার্বতীপুর শহরের ভাস্করপট্টির এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি চাষের মাধ্যমে আয় করছেন লাখ টাকা। তার এমন সাফল্যে অনেকেই চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।

জানা যায়, স্থানীয় মৎস্য বিভাগের পরামর্শে ১০ বছর আগে চাষ শুরু করেন। বর্তমানে তিনি ৬ একর ৮ শতক জমিতে চাষ করছেন। চাষের মাধ্যমে পেয়েছেন আর্থিক স্বচ্ছলতা। বর্তমানে বাঘাইর, রুই, কাতল, বোয়াল, মৃগেল, শিং, মাগুর, কই, পাবদা, চিংড়ি, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছের দাম বেড়েছে।

মৎস্যচাষী জাহাঙ্গীর আলম বলেন, মৎস্য বিভাগের পরামর্শে মাছ চাষ শুরু করেছিলাম। মৎস্য বিভাগের কর্মকর্তারা কখন মাছের খাবার দিতে হবে, কীভাবে পরিচর্যা করতে হবে সেগুলো সঠিকভাবে তদারকি করে থাকেন। চাষ করে আর্থিকভাবে স্বচ্ছল হতে পেরেছি। আমার দেখাদেখি অনেকেই চাষ শুরু করে সফল হয়েছেন।

তিনি আরো বলেন, ২-৩ জন শ্রমিক নিয়মিত কাজ করেন। বর্তমানে আমার পুকুরে বিভিন্ন প্রকারের প্রায় ৯০ হাজার টাকা মূল্যের ৫০০ কেজি পোনা ছেড়েছি। লাভবান হতে পারবো বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ রঙিন মাছ চাষে সফল অনিক, মাসে আয়…

পার্বতীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মোঃ শাহীন বলেছেন, মৎস্য বিভাগের পরামর্শ অনুযায়ী চাষ করে জাহাঙ্গীর আলম সফল হয়েছেন। আমরা তাকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা করে আসছি। আশা করছি সে এই উপজেলার চাহিদা মিটিয়ে আশের পাশের জেলাতেও মাছ সরবরাহ করতে পারবে।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ