Monday, December 23, 2024
No menu items!
spot_img
Homeজীব ও পরিবেশমুরগি নয়, মোরগ পাড়ল ডিম!

মুরগি নয়, মোরগ পাড়ল ডিম!

সাধারণ মুরগি ডিম পাড়লেও এবার ডিম পেড়েছে একটি আস্ত মোরগ। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনি একটি ঘটনা ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরীর ভেতরবন্দ ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের রুহুল আমিনের বাড়িতে। এমন ঘোটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মোরগটিকে এক নজর দেখার জন্য ভিড় করছেন উৎসুক জনতা।

এদিকে উপজেলা ভেটেনারি সার্জন ডা. আশিকুর রহমান বিষয়টি ভিত্তিহীন বলে জানান। তিনি বলেন, এটি কোনভাবেই সম্ভব নয়। মুরগি ডিম দিলেও মোরগ কখনও ডিম পাড়তে পারেনা। এর কোণ বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তবে এলাকাবাসী অনেকেই বাস্তব বলে বিশ্বাস করছেন আবার অনেকেই গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। সবাই অবিশ্বাস করলেও এমনি একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে চীনের আনহুই প্রদেশের মেঙচেঙ সিটির চুমিয়াও গ্রামের ছোট একটি পারিবারিক খামারে।

আরও পড়ুনঃ ভুট্টা দিয়ে তৈরি হচ্ছে ব্যাগ, বিদেশেও হচ্ছে রপ্তানি

এ বিষয়ে মোরগের মালিক রুহুল আমিন জানান, যদিও আমি সরাসরি দেখেনি যে মোরগ পেড়েছে। কিন্তু, বিষয়টি প্রথম নজরে আসে তার প্রতিবেশী ১০ বছরের এক শিশু বেলালের চোখে। গত কয়েকদিন আগে সে পাশের একটি খড়ের গাদার কাছ দিয়ে আসছিল। হঠাৎ দেখতে পায় কোনো মুরগী ডিম দেওয়ার সময় বাসা বেঁধে যেভাবে বসে থাকে, ঠিক সেভাবে বসে আছে একটি লাল মোরগ। এর কিছুক্ষণ পরে তাকে দেখে মোরগটি ওঠে গেলে সে একটি ডিম দেখতে পায়। বাদামী রংয়ের এ ডিমটি ছিল কিছুটা লম্বা ও ছোট আকৃতির।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ