আবহাওয়া অনুকূলে থাকায় মেহেরপুরের বিভিন্ন উপজেলায় লিচুর বাম্পার ফলন হয়েছে। উন্নত জাতের লিচু চাষ করেছে চাষিরা। এবার উপজেলায় প্রাকৃতিক কোন ধরণের দুর্যোগ না হলে ৩০ থেকে ৩২ কোটি টাকার লিচু বিক্রি হবে বলে আশা করছেন কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, জেলায় ৩০০ হেক্টরের বেশি জমিতে লিচু চাষ হয়। স্থানীয় মোজাফ্ফর জাতেরসহ চায়না-৩, বোম্বাই ইত্যাদি জাতের লিচু চাষ কুরছেন চাষিরা।
লিচু চাষি রফিকুল ইসলাম বলেন, আমার দেশি জাতের লিচু গাছ আছে ১৫০টি, কদমী ৬০টি ও বোম্বে ১০টি। বাণিজ্যিকভাবে কদমী এবং বোম্বে জাতের লিচুর বাজার ভালো। ফলন ভালো হয়েছে। এছাড়াও আর মাত্র এক সপ্তাহের মধ্যে মোজাফফর জাতের লিচু বিক্রি করতে পারব বলেও তিনি জানান।
চাষি রহিম শেখ জানান, তার ২০টি লিচু গাছ রয়েছে। লিচুগাছে ফুল আসার আগেই ৫ লাখ টাকায় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছি।
আরেক লিচু চাষি আব্দুল্লাহ বলেন, এক বিঘা জমিতে ১৬টি লিচু গাছে আশানুরূপ ফলন হয়েছে। আশা করছি দাম ভালো পাবো। অন্যান্য বছরের চেয়ে এবার লিচুতে পোকার আক্রমণ কম।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার বলেন, চলতি বছর মেহেরপুরে ৩০০ হেক্টর জমিতে লেচু চাষ হয়েছে। শেষ সময় পর্যন্ত যদি আবহাওয়া ভাল থাকে তাহলে ৪০০ টন লিচু উৎপাদন হবে। যার বাজার মূল্য ৩০ থেকে ৩২ কোটি টাকা।
মেহেরপুরে ৩২ কোটি টাকার লিচু বিক্রির প্রত্যাশা!
RELATED ARTICLES