Monday, December 23, 2024
No menu items!
spot_img
Homeএগ্রোরংপুরে ডাবের জোড়া ৩০০ টাকা

রংপুরে ডাবের জোড়া ৩০০ টাকা

ফজলুর রহমান, রংপুরঃ রমজানের শুরুতেই রংপুরে রোজাদারদের কাছে চাহিদা বেড়েছে ডাবের। প্রতি পিচ ডাব বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়। বাজারে আসা ডাব ক্রেতারা বলছেন, রমজানে প্রতিটি খাদ্য পণ্যের দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, গরমে যোগানের তুলনায় চাহিদা অনেক বেশি হওয়ায় দাম বেশী।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে নগরীর সিটি বাজার, সাতমাথা এলাকা, কাচারীবাজার, মর্ডাণমোড় এলাকা ঘুরে দেখা গেছে, গরমের কারণে রোজাদার ব্যক্তিরা ইফতারে শরবত হিসেবে তৃষ্ণা নিবারণে অনেকে ডাব কিনে নিয়ে যাচ্ছেন।

নগরীর সিটি বাজারে ডাব বিক্রি করা কালু মিয়ার দোকানে কয়েকজন ৪-৫টি ডাব কিনেছেন। এসময় বেসরকারি চাকরিজীবী আবু সায়েম বলেন, আমার বয়স ৫৮ বছরের ওপরে। আমি দীর্ঘদিন থেকে বিশেষ করে গরমকালে রোজায় ইফতারে ডাব খাই। এতে শরীর অনেক ভালো থাকে।

আরেক ডাব ক্রেতা ময়নুল ইসলাম বলেন, আমার বাবা-মা ইফতারের পর ডাব খান। তাই পরিবারের জন্য ৫টি ডাব নিলাম। প্রতি পিচ ১৫০ টাকা করে কিনেছি।

আরও পড়ুনঃ আলু গাছে টমেটো চাষ, সফল কৃষক বাবলু!

ডাব বিক্রেতা কালু মিয়া বলেন, রমজানে ডাবের চাহিদা বেড়েছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ডাব পর্যাপ্ত সরবরাহ করা যাচ্ছে না। ১৫০ টাকা দামে হলেও অল্প সময়ে ডাব বিক্রি হয়েে যাচ্ছে।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ