Monday, December 23, 2024
No menu items!
spot_img
Homeএগ্রোলিটারে ১০ টাকা কমলো সয়াবিন তেলের দাম!

লিটারে ১০ টাকা কমলো সয়াবিন তেলের দাম!

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের উর্ধ্বগতিতে ক্রেতাদের নাভিশ্বাস চরমে উঠলে খুচরা বাজারে কমতে শুরু করেছে সয়াবিন তেলের দাম। লিটারে কমেছে ১০ টাকা। এখন বোতলজাত ১ লিটারের দাম ১৮৯ টাকা করা হয়েছে। খোলা তেলের লিটারের দাম কমিয়ে ১৬৭ টাকা করা হয়েছে। পাম তেলের দাম ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে।

আজ রবিবার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।

এর আগে গত ৪ মে  বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সঙ্গে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি আলোচনা সাপেক্ষে ভোজ্য তেলের মূল্য সমন্বয় করে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছিল। ৫ লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি হয়েছিল ৯৬০ টাকা। অন্যদিকে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৭৬ টাকা ও খোলা পাম সুপার সয়াবিন তেল ১৩৫ টাকায় বিক্রি হয়েছে।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ