নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের উর্ধ্বগতিতে ক্রেতাদের নাভিশ্বাস চরমে উঠলে খুচরা বাজারে কমতে শুরু করেছে সয়াবিন তেলের দাম। লিটারে কমেছে ১০ টাকা। এখন বোতলজাত ১ লিটারের দাম ১৮৯ টাকা করা হয়েছে। খোলা তেলের লিটারের দাম কমিয়ে ১৬৭ টাকা করা হয়েছে। পাম তেলের দাম ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে।
আজ রবিবার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।
এর আগে গত ৪ মে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সঙ্গে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি আলোচনা সাপেক্ষে ভোজ্য তেলের মূল্য সমন্বয় করে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছিল। ৫ লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি হয়েছিল ৯৬০ টাকা। অন্যদিকে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৭৬ টাকা ও খোলা পাম সুপার সয়াবিন তেল ১৩৫ টাকায় বিক্রি হয়েছে।