Monday, December 23, 2024
No menu items!
spot_img
Homeনির্বাচিত খবরলেয়ার মুরগির লিটার ব্যবস্থাপনা ও খাদ্য প্রয়োগে করণীয়

লেয়ার মুরগির লিটার ব্যবস্থাপনা ও খাদ্য প্রয়োগে করণীয়

লেয়ার মুরগির খামারে পানি, খাদ্য ও লিটার ব্যবস্থাপনায় করণীয় যেসব কাজ রয়েছে সেগুলো খামারিদের ভালোভাবে জেনে রাখা দরকার। লেয়ার মুরগির দৈহিক বৃদ্ধির জন্য পানি, খাদ্য ও লিটার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। লেয়ার মুরগি খামারে লাভবান হওয়ার জন্য এই বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়। আজ চলুন আমরা জেনে নেই লেয়ার মুরগির খামারে পানি, খাদ্য ও লিটার ব্যবস্থাপনায় করণীয় সম্পর্কে-

লেয়ার মুরগির খামারে পানি, খাদ্য ও লিটার ব্যবস্থাপনায় করণীয়ঃ

খামারে পানি ব্যবস্থাপনাঃ


১। খামারের বাচ্চাগুলোকে প্রাথমিভাবে ৪-৫ ঘন্টা গ্লুকোজ বা চিনি মিশ্রিত পানি প্রদান করতে হবে।

২। এর পরে ৩ দিন ভিটামিন মিশ্রিত পানি প্রদান করতে হবে।

৩। ব্রুডারের তাপে পানি গরম হতে দিতে হবে। কোনভাবেই বাচ্চাকে ঠাণ্ডা পানি প্রদান করা যাবে না।

খামারে খাদ্য ব্যবস্থাপনাঃ


১। লেয়ার মুরগির খামারে প্রথম দুই দিন বিছানো কাগজের উপর গম বা ভূট্টা ভাঙ্গা অথবা চালের ক্ষুদ খাদ্য হিসেবে প্রদান করতে হবে।

২। তৃতীয় দিন হতে ছয় সপ্তাহ পর্যন্ত সুষম বা সম্পূর্ণ ষ্টার্টার খাদ্য প্রদান করতে হবে।

৩। তৃতীয় দিন পাত্রে ষ্টার্টার রেশন দেয়া শুরু করতে হবে।

৪। চতুর্থ দিন কাগজের উপর খাদ্য দেয়া বন্ধ করে দিতে হবে।

খামারে লিটার ব্যবস্থাপনাঃ


১। লেয়ার মুরগি পালনে খামারের শুকনো মেঝেতে ১-২ ইঞ্চি পুরু করে লিটার সামগ্রী বিছিয়ে দিতে হবে। লিটার বিছানোর পর ব্রুডার গার্ড, হোভার এবং হিটিং সরঞ্জাম বসানোর ব্যবস্থাও করতে হবে।

২। খাঁচায় বাচ্চা ব্রুডিং করলে মেঝেতে লিটার বসানোর প্রয়োজন হবে না। এ ক্ষেত্রে সরাসরি ব্রুডার খাঁচা স্থাপন করলেই হবে।

৩। খামারে কোনভাবেই ভিজা লিটার রাখা যাবে না। কোন কারণে খামারের লিটার ভিজা থাকলে খুব দ্রুত সরিয়ে নিতে হবে।

৪। প্রত্যেক দিন লিটার নাড়া চাড়া করে দিতে হবে। খামারের লিটার যাতে জমাট বাঁধতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ