অবিশ্বাস্য হলেও সত্যি যে, একটি গাভী একসাথে ৩টি ষাঁড় বাছুরের জন্ম দিয়েছে। বিরল এই ঘটনাটি শরীয়তপুর সদর উপজেলায় ঘটে। প্রসবের পর গাভী ও বাছুরগুলো সুস্থ্য আছে বলে জানায় চিকিৎসক।
জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের লতাবাগ গ্রামের খামারি রেজাউল সরদারের পালিত গাভীটি একসাথে ৩টি ষাঁড় বাছুর প্রসব করে। এমন অস্বাভাবিক ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়লে অনেক মানুষ একনজর দেখার জন্য ভিড় করে। খামারি রেজাউল সরদার গাভী ও বাছুরসহ দিনব্যাপী প্রদর্শনীর জন্য শনিবার বিকেলে প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসেন।
খামারি রেজাউল সরদার বলেন, আমি ৩০ বছর যাবত গরু পালন করছি। এক সাথে তিনটি ষাঁড় বাছুরের জন্ম আমি এই প্রথম দেখলাম। বাছুরগুলো জন্ম নেওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে দেখার জন্য আশেপাশের গ্রামের মানুষরা আমার বাড়িতে ভিড় করছে। আমি আজকে প্রাণীসম্পদের প্রদর্শনী মেলায় গাভী ও বাছুরকে নিয়ে আসি।
দর্শনার্থীরা বলেন, একটি গাভী ৩টি বাছুর জন্ম দিয়েছে দেখে আমরা অবাক হয়েছি। এমনটা আগে কখনো দেখিনি।
প্রদর্শনী এই মেলায় গরু, ছাগল, ভেড়া, ঘোড়া ও বিভিন্ন ধরনের পাখি এবং এসব পশু পালনের খাবার তৈরী প্রদর্শন করা হয়েছে। এছাড়াও আধুনিক পদ্ধতির বিভিন্ন যন্ত্রের প্রদর্শনীও করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুবোধ কুমার দাস বলেন, মেলাটি প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় আয়োজন করা হয়। সাধারন মানুষেরকে খামার করার জন্য উৎপসাহ প্রদান করার জন্যই এই মেলার আয়োজন করা হয়। এখানে প্রায় সব ধরনের গবাদি পশুর প্রদর্শনী করা হয়েছে। খামারি রেজাউল সরদার মেলায় একটি গাভীর তিনটি বাছুর নিয়ে এসেছেন। এমন ঘটনা স্বাভাবিক নয়, খুবই বিরল।
সূত্র : আধুনিক কৃষি খামার