Monday, December 23, 2024
No menu items!
spot_img
Homeএগ্রো কমুনিটিচুনারুঘাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চুনারুঘাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এম এস জিলানী আখনজী, হবিগঞ্জ: আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ হল রুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও বীজ বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ৩টি ইউনিয়নের ৬০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে জেলার চুনারুঘাট উপজেলায় ৬ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে। বাকী সকল ইউনিয়নেই পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

উক্ত অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদির লস্কর।

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে সভার শুরম্নতে স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মো: লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, দেওরগাছ ইউপি চেয়ারম্যান মুহিতুর রহমান রম্নমন ফরাজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে ১০ টাকায় মাটি পরীক্ষা, খুশি আখ চাষিরা!

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার মোঃ সজীব হোসেন।

এসময় অতিথিগণ ৩টি ইউনিয়ন পরিষদের কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা তুলে দেন। আউশ প্রণোদনা কার্যক্রম এর আওতায় প্রতি কৃষককে ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ