পদ্মা নদীতে ধরা পড়েছে বোয়াল। রাজবাড়ী জেলা সদরের গোদার বাজার এলাকায় জেলের জালে ১০ কেজি ওজনের বিশাল একটি বোয়াল ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ফেরীঘাট এলাকায় নিয়ে আসলে বোয়ালটি ১৯ হাজার টাকায় বিক্রি হয়।
জানা যায়, রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের পদ্মা নদীর গোদার বাজার এলাকায় মাধব হালদারের জালে বোয়াল মাছটি ধরা পরে। বেলা ১১ টার দিকে মাছটি জেলেদের জালে ধরার পড়ার পর দৌলতদিয়া ফেরীঘাট এলাকায় নিয়ে আসা হয়। ঘাটে নিয়ে আসার পর মাছটি প্রতি কেজি ১৮০০ টাকা দরে ব্যবসায়ী মো. শাজাহান শেখ কিনে নেন। পরে তিনি এই মাছটি ১৯০০ টাকা কেজি দরে ১৯ হাজার টাকায় কুষ্টিয়া জেলার কুমারখালী এলাকার এক ক্রেতার কাছে বিক্রি করেন।
গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস অফিসার মো. রেজাউল শরীফ বলেন, এখন শীতকাল। শীতকালে পদ্মার পানি কমতে থাকে। আর তখনই বড় বড় রুই, কাতল, বোয়াল, চিতল, পাঙাস, বাগাড় সহ অনেক মাছ জেলেদের জালে ধরা পড়ে। জেলেরা বড় মাছগুলো বিক্রি করে লাভবান হচ্ছেন।
সূত্র: আধুনিক কৃষি খামার
১৯০০ টাকা কেজি দরে বিক্রি হলো একটি বোয়াল!
RELATED ARTICLES