Monday, December 23, 2024
No menu items!
spot_img
Homeএগ্রো কমুনিটিআম পরিবহণে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন

আম পরিবহণে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন

কৃষকদের বাগান থেকে সংগ্রহকৃত আম পরিবহণে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। চাষিদের খরচ কমানোর পাশাপাশি ক্রেতারা যাতে ন্যয্যমূল্যে আম ক্রয় করতে পারে সেজন্য আম পরিবহণে আলাদাভাবে ম্যাংগো ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। আগামী ৭ জুন থেকেই দুটি ট্রেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম পরিবহণ করবে। এই স্পেশাল ম্যাংগো ট্রেনে পরিবহণ করতে প্রতি কেজিতে ভাড়া লাগবে রাজশাহী থেকে ১ টাকা ১১৭ পয়সা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ টাকা ৩২ পয়সা।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ওবাইদুল্লাহ জানান, জেলার রহনপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি আরও একটি স্টেশনে থামবে। এসব স্টেশন থেকে মালামাল নিয়ে ট্রেনটি রাত ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

আরও পড়ুনঃ চিনাবাদামের দ্বিগুণ দামে খুশি চাষিরা!

বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। নাচোল স্টেশনে পৌঁছাবে বিকেল ৪টা ২০ মিনিটে, নিজামপুরে ৪টা ৪০ মিনিটে, আমনুরা জংশনে বিকেল ৫ টায়, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ৬টায়, আমনুরা বাইপাস ও কাঁকানহাটে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পৌঁছাবে ট্রেনটি।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ