শীতকালীন বিষমুক্ত টমেটো চাষে লাভের আশা ফেনীর দাগনভূঞায়ার কৃষকদের। শীতকালীন টমেটো কম পুঁজিতে বেশি লাভজনক হওয়ায় কৃষকের আগ্রহ বাড়ছে। আর বাজারে টমেটোর দামও ভালো থাকে। ফলে আগাম সবজির পাশাপাশি কৃষকরা উন্নত জাতের টমেটো চাষ করছেন।
জানা যায়, উপজেলার পূর্ব চন্দ্রপুর এলাকায় অনেক কৃষকরা টমেটো চাষে লাভবান হওয়ার স্বপ্ন বুনছেন। এছাড়াও পূর্ব চন্দ্রপুর, জগৎপুর, চাঁদপুর ও নয়ানপুর গ্রামের বিভিন্ন জমিতে দেখা যায় বিষমুক্ত টমেটোর আবাদ। জমি জুড়ে ছোট-বড় গাছ আর প্রতিটি গাছেই পাকা, আধা পাকা টমেটো ধরে আছে। টমেটো মাত্র ৮০-৯০ দিনের মধ্যেই পরিপক্ক হয় এবং লাভের মুখ দেখা যায়।
কৃষক মো. কবির আহাম্মদ বলেন, ৩০-৩৫ হাজার টাকা খরচে ২৫-৩০ শতাংশ জায়গায় টমেটো চাষ করা যায়। জমিতে বাম্পার ফলন হলে প্রায় ৪ টন টমেটো উৎপাদন হতে পারে। পাইকারি দরে ৩০ টাকা কেজি বিক্রি করলেও আমরা লাভবান হতে পারবো। আশা করছি আগামী ২ সপ্তাহের মধ্যে জমিতে উৎপাদিত টাটকা বিষমুক্ত টমেটো বাজারজাত শুরু হবে।
দাগনভূঞা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন বলেন, এই উপজেলায় কয়েক বছর যাবত কৃষকরা টমেটো চাষে লাভবান হচ্ছেন। এবছরও আমন ধান উঠার পর শীতের আগাম চাষ করা হয়েছে। টমেটোর ভালো দাম পেয়ে কৃষকরা লাভবান হচ্ছেন। তাই প্রতি বছর টমেটোর চাষ বৃদ্ধি পাচ্ছে। আমরা কৃষকদের মাঠ পর্যায়ে পরামর্শ দিচ্ছি।
সূত্র: আধুনিক কৃষি খামার