Monday, December 23, 2024
No menu items!
spot_img
Homeএকুয়াচাঁদপুর বেড়েছে ইলিশের সরবরাহ

চাঁদপুর বেড়েছে ইলিশের সরবরাহ

নদীতে পানি বৃদ্ধি ও আবহাওয়া অনুকূলে থাকায় চাঁদপুর মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। প্রতিদিন প্রচুর পরিমাণে জেলেদের জালে মাছ ধরা পড়ছে। যার ফলে হাসি ফুটেছে আড়তদারদের ও শ্রমিকদের মুখে। যদিও ইলিশের দাম কমেনি দাম বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী।

সরেজমিনে চাঁদপুর বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে জেলেরা মাছ নিয়ে আসছে চাঁদপুর বড়স্টেশন মাছঘাট। যদিও ঘাটে আসা ইলিশের মধ্যে আকারে ছোট ইলিশের পরিমাণই বেশি।

আড়তদারদের দেওয়া তথ্যমতে, চাঁদপুর মাছ ঘাটে বর্তমানে আকারভেদে প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে ১৮ হাজার থেকে ৩৫ হাজার টাকা। এছাড়াও বড় সাইজের ইলিশ প্রতি মণ বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ হাজার টাকায়।

হাজীগঞ্জ থেকে আসা ক্রেতা বাপ্পি মজুমদার বলেন, ইলিশের মৌসুম ভেবে ঘাটে এসেছি মাছ কিনতে। ভেবেছিলাম এখন দাম কম পাওয়া যাবে। তবে এসে দেখি দাম এখনো আগের মতো।

এদিকে সরবরাহ বৃদ্ধি পেলেও দাম না কমার কারণ হলো ঘাটে যা ইলিশ আসছে তা আমাদের চাহিদার তুলনায় অনেক কম। তাছাড়া বর্তমানে প্রয়োজনীয় সকল নিত্যপণ্যের দাম বেশি ও জেলেদের জ্বালানি খরচ বেশি। এসব কারণে এখনো ইলিশের দাম একটু বেশি। তবে ইতোমধ্যে ছোট ইলিশের দাম কমেছে। বড় ইলিশের সরবরাহ যদি আরো বাড়ে তাহলে কিছুদিনের মধ্যে ইলিশের দাম কিছুটা কমবে বলে জানিয়েছেন আড়ৎদাররা।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ