Monday, December 23, 2024
No menu items!
spot_img
Homeকৃষি ক্যাম্পাসসিকৃবি'তে বিশ্ব সমুদ্র দিবস পালিত

সিকৃবি’তে বিশ্ব সমুদ্র দিবস পালিত

“মহাসামুদ্রিক গ্রহ: জোয়ার বদলাচ্ছে” এই শেস্নাগানকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বিশ্ব সমুদ্র দিবস। এ উপলক্ষ্যে ৮ জুন বৃহস্পতিবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি র‍্যালি অনুষ্ঠিত হলো।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা র‍্যালিটির নেতৃত্ব দিয়েছেন বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। র‍্যালি পরবর্তীতে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা প্রশাসন ভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে।

উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামানের সভাপতিত্বে সে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের সহকারী প্রফেসর ড. পার্থ প্রতীম বর্মন। বক্তারা সমুদ্র দূষন বিষয়ে সকলকে সচেতন হবার আহ্বান জানান।

উল্লেখ্য যে, ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে প্রতিবছর ৮ জুন বিশ্ব সমুদ্র দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সে বছর প্রথমবারের মতো দিবসটি পালন করা হয়। এরপর ২০০৮ সালে জাতিসংঘ বিশ্ব সমুদ্র দিবস পালনের বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এবছর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো সমুদ্র দিবস পালিত হলো।

RELATED ARTICLES
spot_img

এগ্রিবিডি জানালা

জনপ্রিয় নিউজ